গাছ মূল্যায়ন কমিটি
জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন স্থানে অবস্থিত মরা/ঝড়ে উপড়ে পড়া বিনষ্টযোগ্য, পরিপক্ক এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য কর্তনযোগ্য গাছ নিলামে বিক্রয়ের উদ্দেশ্যে গাছগুলোর কাঠের পরিমাণ ও মূল্য নির্ধারণ কমিটি:
| ক্রমিক নং | কমিটির সদস্যগণের পদবী | কমিটিতে পদবী |
| ১. | প্রধান নির্বাহী কর্মকর্তা/নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ | সভাপতি |
| ২. | জেলা প্রশাসনের একজন উপযুক্ত প্রতিনিধি | সদস্য |
| ৩. | সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা | সদস্য |
| ৪. | বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা | সদস্য |
এই কমিটি উপরে বর্ণিত উদ্দেশ্যে জেলা পরিষদের মালিকানাধীন গাছগুলো নিলামে বিক্রয়ের জন্য বৈঠক করে গাছের কাঠের পরিমাণ ও মূল্য নির্ধারণ যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করবে। অতঃপর গাছ নিলামে বিক্রয়ের প্রস্তাব জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অনুমোদন গ্রহণপূর্বক স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করতে হবে। স্থানীয় সরকার বিভাগের অনুমোদন প্রাপ্তির পরে বিধি মোতাবেক বিজ্ঞপ্তি প্রকাশ করে গাছগুলোর নিলাম বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য, জেলা পরিষদের মালিকানাধীন ঝড়ে উপড়ে পড়া বিনষ্টযোগ্য গাছ নিলাম বিক্রয়ের জন্য জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অনুমোদনই চূড়ান্ত।
Govt. Forms
কেন্দ্রীয় ই-সেবা
গুরুত্বপূর্ণ লিংক
মোট পরিদর্শক





Visit Today : 67 |
Visit Yesterday : 161 |
This Month : 1922 |
Total Visit : 60480 |
Total Hits : 248720 |
Visit Today : 67
Visit Yesterday : 161
This Month : 1922
Total Visit : 60480
Total Hits : 248720